Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

আঁধারে আলো

: | : ১০/১১/২০১৩

যে সুন্দরের খোঁজে হয়েছি রিক্ত
রাতের আঁধারে অভিমানে অশ্রু জলে সিক্ত
সময়ের সবটুকু মমতা মিশিয়ে
হয়েছি বাংলা মায়ের ধূলি কণায় আসক্ত ।
জন্ম তোমার পূবে লালাভায়
অস্ত পশ্চিম গোধুলীমায়,
অন্ধকার পিছে ফেলে রক্তিমাভ তেজী আলোয়
চোখের কোনে জমে থাকা স্বপ্ন গুলো
গুজেছি মায়ের আচঁলে নিভু নিভু আলোয়,
দূরে বহু দূরে ..আরো দূরে… তুমি যাও হারিয়ে
তব দাও হাত বাড়িয়ে-
চাঁদের রূপালী আলোয়
ভালোবাসার স্নিগ্ধতায়,
চোখের স্বপ্নগুলো যেন হয়ে যায় বাস্পীয় জলকনায়
প্রভাতের মিষ্টি বাতাসে,
ভোরের তেজী আলোয় কুয়াশারা মিলিয়ে যায়
জ্বলমল করা রৌদ্রজ্জল বুকভরা আশায়।
আচমকা এক ঝাঁক কালো মেঘ এসে ঢেকে দেয়
সুন্দরের সূর্য কিরণাভা মিলিয়ে যায়, থমকে যায়,
মৃত্যুকূপের কাছে এসে নিভে যায় বিদ্রোহের আগুন,
ক্ষিন হয় অন্তরের যাতনা
সুদূর নক্ষত্রের তেজ দেখে জ্বলে উঠে সুপ্ত বাসনা ।
কেন ঐ কাপুরুষতা ?
বিদ্রোহী নামের ধূর্ততা !
বিদ্রোহী মন জ্বালাবে সে আগুন-
যে আগুন পুড়ে আমায় করে খাঁটি
হবো না ছাঁই, হবো বাংলা মায়ের মাটি।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top