Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

নারী যদি হও

: | : ১০/১১/২০১৩

 

 

ফুল যদি হও
পাঁপড়ি মেলে ফুটো
হৃদয়ের সুবাস দাও ছড়িয়ে
মধুকর চুমিবে অধর মধুর গান গেয়ে ;

 
চাঁদ যদি হও
দাও জ্যোৎস্নার আলো
দূর করো রাতের কালো
আমি তো অপেক্ষায় ওগো বাসতে ভাল ;

 

 

মেঘ যদি হও
আকাশে ভাসো
ভেসে ভেসে উড়ো
তৃষ্ণার জলধারা হয়ে হৃদয় মরুতে ঝরো ;

 
নদী যদি হও
সাগরে নামো
এক সাগর ভালবাসা পাবে
আমি ও চেয়ে থাকি তোমার চরণ পানে ;

 
নারী যদি হও
আঁচল পাতো
দেহ মন সব নাও
আমি তুমি দু’জনে চলো যাই দূরের বনে;

 
ঘন সবুজের ভীড়
সুখের একটি নীড়
প্রেম প্রীতি সুগভীর
রচিব অধম অমরাবতী  অপেক্ষায় অধীর।

 

.

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top