Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

নূর হোসেনরা বেঁচে থাকেন আমাদের মধ্যই

: | : ১০/১১/২০১৩

আজ রবিবার.। নভেম্বরের ১০ তারিখ। শহীদ নূর হোসেন দিবস। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে স্মরণীয় নাম। গণতন্ত্র পুনুরুদ্ধারে সেদিন রাজপথে নেমেছিল জনতা। হাজার হাজার মানুষের সাথে তৎকালীন স্বৈর শাকরের বিরুদ্ধে স্লোগানে শামিল হতে সেদিন নিজেই এক জীবন্ত প্রতিবাদী পোস্টার হয়ে রাজপথে নেমেছিলেন। গণতন্ত্র প্রতিষ্ঠার দাবীতে মুহুর্মুহু স্লোগানে কাঁপিয়ে দিচ্ছিলেন সেদিনের শাসক দলকে । অস্ত্রের ভয়ে ভীত না হয়ে অনবরত স্লোগান দিয়ে যাচ্ছিলেন । সহ্য হয়নি সেই প্রতিবাদী কণ্ঠ তখনকার সময় গদিতে জেঁকে বসা এরশাদের। তাদের লেলিয়ে দেয়া বাহিনীর গুলিতে নির্মম ভাবে রাস্তায় লুটিয়ে পরেন তিনি । নূর হোসেন এমন একটি নাম যা প্রতিটি তরুণকে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করে। উজ্জীবিত করে নিজের অধিকার আদায়ের । ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচার বিরোধী তীব্র আন্দোলনে নূর হোসেন পুলিশের গুলিতে প্রাণ হারান। এরশাদ যখন ক্ষমতা কুক্ষিগত করার ব্যর্থ প্রয়াস চালাচ্ছিলেন তখন দলমত নির্বিশেষে প্রতিটি শান্তিপ্রিয় গণতন্ত্রকামী মানুষ সোচ্চার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। ঘটনার দিন নূর হোসেন তার বুকে ও পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ শ্লোগান লিখে করে উত্তাল রাজধানীতে গণআন্দোলনে যোগ দিয়েছিলেন। স্বৈরশাসকের বুলেটে সে বুক ঝাঁঝরা হয়ে গিয়েছিল। এই হত্যাকান্ডের প্রতিক্রিয়া স্বরূপ বিরোধী দলগুলো ১১ ও ১২ই নভেম্বর সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয়। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ বিক্ষোভে ফেটে পড়েন, ফলে স্বৈরাচার বিরোধী আন্দোলন আরোও ত্বরান্বিত হয়।এই আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ পদত্যাগ করেন। এরশাদ পদত্যাগ করলে বাংলাদেশে দুটি হ্যাঁ-না ভোটের মধ্য দিয়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার এবং প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা চালু হয়। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, এতে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এর এক বছর পর সরকারের পক্ষ থেকে নূর হোসেন এর মৃত্যুর দিনটি সরকারীভাবে উদযাপনে উদ্যোগ গ্রহন করা হয়। দিনটিকে প্রথমে ঐতিহাসিক ১০ই নভেম্বর দিবস হিসেবে ঘোষনা করা হলেও আওয়ামী লীগ এটিকে শহীদ নূর হোসেন দিবস করার জন্য সমর্থন প্রদান করে এবং এই নামটি এখন পর্যন্ত বহাল রয়েছে। শহীদ নূর হোসেনের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সচিবালয়ের দক্ষিণ-পূর্ব কোণে জিরো পয়েন্টকে ‘নূর হোসেন চত্বর’ নামকরণ হয়।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top