Top today
প্রভু আমাকে হত্যা করো
প্রভু তুমি আদি পিতাকে স্বর্গে পাঠালে
আবার তাকে লজ্জিত করে
এই পৃথিবীতে পাঠিয়ে দিলে
আসলে তুমি নিজেই লজ্জিত হয়েছিলে।
প্রভু তুমি আজাজিলকে দায়ী
করে নিজেই হয়েছ দায়বদ্ধ।
প্রভু তুমি যীশুকে ক্রুশবিদ্ধ
করে নিজেই হয়েছ প্রশ্নবিদ্ধ।
প্রভু তুমি আমাকে মৃত্যু দিতে পারো
নয়তো আরও লজ্জিত হতে পারো।
তুমি প্রশ্নবিদ্ধ
লজ্জিত
দায়বদ্ধ
অথবা
আমার মৃত্যু
প্রভু তুমি আমাকে হত্যা কর
অথবা এ নির্মম খেলা বন্ধ কর।
প্রভু তুমি মানুষ হয়ে
পৃথিবীতে আসলে
অথচ সেই মানুষকেই
অকৃতজ্ঞ করলে।
তুমি মানুষ হয়ে
স্বর্গে গেলে
আবার মানুষ হয়ে
নরকে গেলে।
জীবন মরণ স্বর্গ নরক
কেউবা বলে বেহেস্ত দোযখ
এ সব আসলে কতক খেলা
নিজের সাথে নিজের খেলা।
প্রভু তুমি আজ প্রশ্নবিদ্ধ
তুমি আজ দায়বদ্ধ
তুমি লজ্জিত
অথবা আমার মৃত্যু
নয়তো আরও লজ্জিত হতে পারো।