Top today
ভাসিয়ে নিও
মেঘ দিয়ো না আমার আকাশে
তৃষ্ণায় হয়েছি কাতর
একফোটা বিশুদ্ধ বারিধারা দিতে পারো ।
সীমাহীন নীল দিয়ো না আমার অসীম আকাশে
যদি দিতে চাও, দিয়ো!
মেঘের পর ভেসে উঠা রংধনু আকাশ ।
ঝাঁঝালো রোদে পুড়িয়ে দিয়ো না
আমার ভালোবাসার আকাশ,
চাও যদি কিছু দিতে!
একটুকু ছায়া দিয়ো আমার আকাশ জুড়ে।
দিয়ো না আকাশ জুড়ে তীক্ষ্ণ রোদের ঝলকানি,
মন যদি চায় দিয়ো,
বিকেলের মিঠে মিঠে রোদ আর এলোমেলো হাওয়া।
সাইক্লোন হয়ে উড়িয়ে দিয়ো না আমার মনের সাজানো ঘর
একান্তই যদি চাও কিছু দিতে,
শুভ্র মেঘের ভেলায় করে নিও ভাসিয়ে;
অসীম আকাশের বুকে ।