Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

কতদিন লিখি না…..

: | : ১২/১১/২০১৩

ব্যস্ততার সব শিখর উপড়ে ফেলে,
ব্যস্ত থাকার অভিনয় প্রতিনিয়ত;
মনের গহীনে বিষন্নতারা যেনো পাখনা মেলে।
বহুদুরে কিছুটা সময় একা
অভিনয় না জানলেও
সবে পায় মুখ জুড়ে আনন্দের দেখা ।
আত্মজদের সাথে থাকলে
আনন্দের সঙ্গি হয় লেখালেখি,
কল্পনায় আকাশে রঙ তুলির আঁছড়
মনের ক্যানভাসে এলোমেলো আঁকা আঁকি।
কতদিন লিখি না
কারো অবয়ব মনে আঁকি না,
হয়তো একা ছিলাম বলেই, স্বপ্নরা গিয়েছিল টুটি
অত:পর ব্যস্ততার অজুহাতে
লেখাকে দিয়েছিলাম ছুটি।
তবে আজ লিখতে গেলে চোখে কেনো আসে জল,
তোমরা যে যাই ভাবনা কেনো! দু:খরা আমার সাথে পেতেছে মিতালী,
সুখ পায়রারা উড়ে দুরে দুরে, বসে এসে ডালে, করে শুধু আমার সাথেই ছল।

 

https://lh4.googleusercontent.com/-GlVhXOy_PQw/UkKH-tx_Z6I/AAAAAAAAWkY/FMQUxwP03r8/w506-h306/09301-496.gif

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top