তুমি মানুষ
তুমি মানুষ
তোমার মূল্যবোধ আছে
আছে বোঝার ক্ষমতা
স্পর্শে অনুভূতি আছে
দুই নয়নের পরেও আছে চার নয়ন
তুমি মানুষ,
তোমাকে ভাবতে হবে
তোমার নিজেকে নিয়ে,
তোমার পাশের জনকে নিয়ে
যে তোমার এক মুঠো ভাতের
আশায় থাকে, প্রতিক্ষায় থাকে
একটু সহানুভূতির, তার অসহায়ত্বে ।
তুমি মানুষ,
তোমার চিন্তা আছে
আছে চেতনার বহিঃপ্রকাশ
তোমাকে খুঁজতে হবে
সমাজের ঘাঁ কোথায়
লড়তে হবে,
সামাজিক অসংগতি আর
বিদ্রুপের বিরুদ্ধে,
তোমার চেতনা আছে,
তোমার ভাবতে হবে
পিছিয়ে পড়া মানুষগুলোর কথা
একাকী সুখ ভোগে নয়
আভিজাত্যের চলন্ত ঘুর্ননেও নয়
জীবনবোধকে উপলদ্ধিতে এনে
সবার তরে নিজেকে বিলিয়ে দিয়ে
সবাইকে নিয়ে ।
তুমি মানুষ,
তোমার মনুষত্ব আছে,
তোমার একা চলা সমাজে দায়
মিথ্যাকে ঘৃনার নীচে চাপা দিয়ে
সত্যের প্রতিষ্ঠায়
নিশ্চিত করতে হবে
তোমার অবদান ।
তেমার ভাবতে হবে
পরিবেশকে নিয়ে, বৃক্ষ নিয়ে
সুস্থ্য দম ফেলার জন্য,
সবুজ পৃথিবীর জন্য ।
তুমি মানুষ
তোমার জ্ঞান আছে
আছে সুন্দর পৃথিবী
তৈরী করার ক্ষমতা
তুমি মানুষ,
তাই তোমার কাছেই আকুতি
একটি সুন্দর ভবিষ্যৎময়
পৃথিবীর প্রতিষ্ঠার ।
(সাঈদ চৌধুরী)
রচনাকাল ১১/১১/২০১৩ ইং (সকাল ১১.৩০ মিনিট)