Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

পৌষ ১৪১১

: | : ১২/১১/২০১৩

পা রাখতেই খিট খিটে পায়ের তলা
কি ব্যপার ফ্লর এতো ঠাণ্ডা ?
আস্তে আস্তে কম্পনের  সৃস্টি হয়
যেমন কাঁপে  টেলি ফোনের কম্পন ডাণ্ডা ।

সব কাজ ফেলে বের হয়ে পরি
কোথায় পাবো এক টুকরো রোদ ?
কখনও টুলে বসে ভোগ করি
কখনও বোকা হয়ে দাঁড়ীয়ে নির্বোধ ।

খুঁজতে এসে লোক জনেরা
তাকায় এদিক ওদিক ,
কোথায় গেলো ওই লোকটি
বলেন তো ভাই ঠিক ।

কি ব্যাপার রোদ্রে কেন ?
ধরেছে নাকি শীতে  ?
সূর্যের আলো – খুবই ভালো
আছে ভিটামিন এতে।

পৌষ এলে সর্বনাস হয়
জেনেছি এতো কালে ,
এবারের  পৌষে নেই সর্বনাস
জান পন্য মালে ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top