Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

বারবার ফিরে আসা

: | : ১২/১১/২০১৩

তোমাকে যেতেই হবে
পল্লী গাঁয়ে
একবার নয় দুইবার নয়
যেতে হবে বারবার।।

পল্লীর সুনীল আকাশে
সে যে কি মায়া
সে যে কি মেঘের খেলা
যদি তুমি যেতে
তবে দেখতে প্রাণ খুলে।।

তোমাকে যেতেই হবে
পল্লী গাঁয়ে
একবার নয় দুইবার নয়
যেতে হবে বারবার।।

খালে বিলে, আনাচে কানাচে
পাকা ধান ক্ষেত,
বাতাসে করে খেলা
তার সাথে মিলে
পাখীরা বসায় শত মেলা।।

যদি তুমি চাও এ খেলা খেলতে
তবে যেতে হবে সেথায়
চৈত্র কিংবা বৈশাখে।।

কাঁচা পাকা ধানে ভরা
এ যে কি মন লোভা
কোথাও পাবে না তুমি
একটু খানি ফাঁকা।।

পড়ন্ত বিকেলে সারা গগণ
যেন সোনালি ধানের প্রতিফলন।
সেই গগণে করে খেলা
করে মেলা
যত পাখী আছে আমাদের চেনা।।

যদি চাও দেখতে এ সব
তবে পল্লীর সাথে করো সাক্ষাৎ।
তবেই পাবে তুমি
মনের আঁকা যত ছবি।।

রোদে পুড়ে, বৈশাখী ঝড় উপেক্ষা করে
কৃষক চলে মাঠ পানে,
পাকা ধান যাবে তার ক্ষয়
যদি করে এই দুর্যোগের ভয়।।

শত দূর্যোগ উপেক্ষা করে
মাঠ হতে ধান আনে বাড়ীতে।
সারাটা দিন খাটে তারা
সোনার ফসলের পাছে
অবহেলা করে না তারা
নিজ নিজ কাজে।।

পল্লীর সব ঘর হতে
দুঃখ যেন লুকায় চিরতরে।
পল্লীর বাড়ীবাড়ী
আনন্দের যেন বাড়াবাড়ী।
সকলে যেন ব্যস্ত কখন হবে নবান্ন।
পল্লীর প্রতি আনাচে কানাচে
সকলেই মেতে ওঠে এই গুঞ্জনে।।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ফার্মেসী বিভাগ

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top