Top today
ব্যর্থ প্রচেষ্টা
আমার জীবন পুষ্প বিকশিত হবে বলে
প্রতি মূহুর্তে তাই বিকাশের পথ খুঁজে চলে;
রসহীন ঊষ্ণ মরুর মতো নিখিলের বুকে
ক্ষুধাক্লিষ্ট দেহে পিপাসায় ধুকে ধুকে।
আশা তার একদিন প্রস্ফুটিত হবে সে
মাতাবে ধরণী দারুন সুগন্ধ সুবাসে।
কিন্তু হায় !
আশা তার বৈশাখী হাওয়ায় উড়ায়।
এক বিন্দু জল নেই প্রেরনার উৎসমূলে
পরিহাসের ঢেউ ভাঙ্গে শুকনো কূলে কূলে।
তবু সে দিন গোনে এক দুরন্ত আশায়
নবোদয়ের চিৎকার শূন্যে ভাসায়।
ব্যর্থ সে ধ্বনির প্রতিধ্বনি অবশেষে
শূন্য দিগন্ত চিরে ভেসে যায় বাতাসে !