Top today
মস্ত বড় বিলাই
এই যে দেখুন ঘরের ভেতর, মস্ত বড় বিলাই
ইচ্ছে হলেই যখন তখন, ধরে ধরে কিলাই
কিল খেয়ে সে আরাম করে, থাকবে আশে পাশে
ধরেনি সে একটি ইঁদুর, গেল বারো মাসে
জিগাই তোরে ওরে অলস, খাবি বসে বসে
বলল বিলাই পাইনা ইঁদুর, ঘর দেখেছি চষে
ঘরের ভেতর ইঁদুরছানা, করছে ছুটোছুটি
এই না দেখে বিড়াল আমার, হেসে কুটি কুটি
হাত চলেনা পা চলেনা, মস্ত কড় বিলাই
ইচ্ছে হলেই যখন তখন, ধরে ধরে কিলাই