Top today
সত্তার পরিচয়
নারিকেলডালের ফাঁকে দেখা মিলে শান্ত আকাশ–
চিরচেনা গতিময় সাদা মেঘের ভেলা চলে অচেনায়
তুবার ছায়াতলে বসে কে যেন বাজাচ্ছে তারহীন বীণা
নিবিড় ওই সুরাবেশে আত্মহারা নিখিল–
সুবর্ণলতিকায় জড়ানো মহাবৃক্ষটি।
নক্ষত্রের দেশে বসে পাতালধূলি গনে যে–
জন্মের আগে মৃত্যুর তিলকচিহ্ন লেগে দে সৃষ্টির কপালে
চেনা পথের যাত্রী–ভুল পথে চলছি কোন্ গ্রহের দোষে?
বিষপাত্রে পান করি অমরত্ব অমৃত–
এতটুকু বোঝে তবু ভুলে বসি সত্তার পরিচয়।
১৬ ভাদ্র, ১৪১৮–
ফটিকছড়ি, চট্টগ্রাম।