অসংজ্ঞায়িত
ঐ চোখ ঢেকে রাখো, ঐ চোখ বুজে থাকো,
এই ভাবে চেয়ো নাকো আর,
এই ভাবে হেসো নাকো আর,
যেই ভাবে চাঁদ এসে নিয়ে যায় নিঃস্ব করে
যেই ভাবে প্রেম এসে নিয়ে যায় নিঃস্ব করে।
গ্রীষ্মের খর রৌদ্র তাপে রক্তলাল কৃষ্ণচূড়া
রঙে মেখে দেয় প্রকৃতির জীবন,
যখন শুরু হয় ফাগুনের যৌবন।
ঐ ভাবে তাকিয়ো না আর, যেই ভাবে প্রথম
রাতভর লক্ষীপেঁচা এসে নিয়ে যায় চাঁদনীর প্রেম।
শরতের পদ্মবিলে সাদা বক এক দৃষ্টিতে তাকিয়ে
জলে, মন নেই পদ্মের বাহারে,
অথবা পানকৌড়ির ডুব সাঁতারে। তুমি ঐ ভাবে তাকিও না রুপের বাহার নিয়ে।
তবে আকস্মাৎ ডুবে যাবে মনের শুভ্রপালক ভয়ে।
যে জন্যে হারিয়েছে পাখি নিশানার ঘাসফড়িং বনে,
পথ ভুলে ছুটিতেছে নিশাচর।
সেই ঔদাসীন্য আমারে করে ভর।
যে সব রাতে জ্যোৎস্নায় জ্বলা জলে হারায় হৃদয়,
ঐভাবে হেসো নাকো, জেনো বৃষ্টির জল মরুর ভয়।
20.10.13, ঢাকা।