Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

কত কিছিমের মানুষ…….

: | : ১৩/১১/২০১৩
 উদাসীনের মত আমিও মানুষ দেখি
চলতে চলতে দেখি; বসে বসে দেখি,
দেখি আর ভাবি; মানুষ তো সবই
কত কিছিমের মানুষ;
কারো চোখে আঁকা রঙ্গীন ফানুস,
কারো মুখ ত্যক্ত;
কেউ বসে বিরক্ত।
চলছে কেউ ছড়িয়ে উচ্ছাস;
ফুটপাতে বাচ্চাটি কানছে হয়তো উপবাস।
বন্ধুর দল চলছে, দুষ্টামি আর খুঁনসুটি;
মিষ্টি বাবুটা দেখ কেমন নাচিয়ে যাচ্ছে ঝুঁটি।
পথ চলতে পারছে না বুড়ি;
হাত ধরে তার নাতনি নুঁড়ি।
হাঁটে সুখি ছেলে হাতে সিগারেট;
পাশে চলে বন্ধুটি পাথর নিরেট।
রিকশাওয়ালা নিচ্ছে বিশ্রাম আরামে;
হয়তো পরিবার তার, থাকে গেরামে।
হেডফোন কানে চলে ষোড়সী;
কথায় কথায় উল্লাস মুখজুড়ে হাসি।
তিন চাকার গাড়িতে ঝুন ঝুন রবে চলছে বৃদ্ধ;
পা নেই দুটি, অসহায়, তবুও চলছে জীবন যুদ্ধ।
মানুষ দেখে যাই; রাস্তায় ফাঁকা কোথাও নাই।
হন্তদন্ত ছুটে চলে মানুষ ব্যস্ততায়;
কত দায়িত্ব কাঁধে নিয়ে চলা অসীম শুন্যতায়।
মানুষ দেখে দেখে আমি ক্লান্ত;
ছুটে চলেছি হয়ে দিগভ্রান্ত।
কবে যে শেষ হবে মানুষ দেখা;
লিখে লিখেও শেষ হবে না এই লেখা।
————————————
( ২ )
====
পথ চলতে চলতে আমি শুধু মানুষ দেখি,
কত কিছিমের মানুষ ছুটে চলেছে ধুলি উড়া পথে;
দল বেঁধে চলছে অথবা একা একা,
অই যে স্পাইক করা চুল ছেলেটি যাচ্ছে হেঁটে
পায়ের নিচে ছেঁড়া জিন্স, পায়ে মলিন জোতা
কথা বলছে অবিরত কানে হেডফোন;
হাসছে কথা বলছে; সুখ পড়ছে ঝরে।
মলিন শার্ট পড়া লোকটা দাঁড়িয়ে ত্যক্ত মুখে,
হয়তো ঘরে পড়ে আছে তার অসুস্থ সন্তান অথবা মা;
হাতে নেই টাকা; অথচ ঢাকায় নাকি টাকা উড়ে,
পাশ কাটিয়ে গেল আচমকা ফে ফু রবে এম্বুলেন্সটি;
এক ঝলক বেডে শোয়া লোকটির উপর;
অক্সিজেন নাকে বাঁধা;
এত অক্সিজেন বাতাসে ছড়ানো;
তার জন্যই বুঝি কম পড়ে গেছে অক্সিজেন।
ফুটপাতে গরিব মায়ের ছেলেটি মাকে জ্বালাচ্ছে;
খিদে লেগেছে, ভাত চাই তার এখনি ।
অথচ! ডাস্টবিনে ফেলে দেয়া হয়েছে
বিয়ের বেঁচে যাওয়া এক গাদা খাবার;
এত খাবার তবুও কাঁদছে শিশুটি ডাস্টবিনের পাশে ।
মানুষে মানুষে এত ভেদাভেদ; তফাৎ কেন এত?
কেউ হোটেলে বসে খাচ্ছে বিরিয়ানি;
দরজায় দাঁড়িয়ে অসহায় রাস্তার ছেলে;
বাঁসি খাবারের অপেক্ষায়।
কত রকমের চেহারা; সাদা কালো গায়ের রং,
সুখি অথবা দুখি চেহারা;
হাজার হাজার ছুটে চলা মানুষ দেখি।
কই! কারো সাথে তো মিল নাই কারো,
কাজে মিল নেই, চেহারায় মিল নেই;
হে মাবুদ এত রূপ দিয়ে তুমি মানুষ করেছ সৃজন!!
কোটি রূপে মানুষ করে সৃজন এক করে দিলে শুধু কান্না হাসি
আমরা মানুষ বড় অকৃতজ্ঞ;
তোমার ক্ষমতা বুঝেও অহংকারে মরি,
ভুলে যাই তোমার সৃষ্টির মহিমা;
ক্ষমা করে দাও প্রভু অধমের অহংকার,
শুদ্ধ করে দাও অন্তর,
অনন্তকাল যেনো মানুষ দেখতে পারি সেই শক্তি দাও….
আমি মানুষ দেখি, দেখে যাই,
উপলব্ধি করি মানুষের মনের হাজার বাসনা …
দু:খ সুখ আনন্দ অনভুতি, অনুভব করতে আমি মানুষ দেখে যাব।
তোমরাও কি আমার মত মানুষ দেখ?

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top