Today 03 Nov 2025
Top today
Welcome to cholontika

স্বীকারোক্তি

: | : ১৩/১১/২০১৩

 

আমি নেতা জনদরদি কথা বলি বিস্ময়ের

কথা বলি কীটপোকা-পাখিদের

কথা বলি তুচ্ছ সব নিঃস্ব মানুষের

কথা বলি দুখীলাঞ্ছিত পীড়িতের

কথা বলি গতিহারা পতিতা মানবীর

কথা বলি রূপমার ছন্দহারা কাব্যির

আমি নেতা বলি না যত নানান প্রকৃতির কথা

আমার অন্তরের বাস অন্য পৃথিবীতে বাঁধা…

 

শীতের হাড়কাঁপা বস্ত্রহীনদেহ খুঁজেফিরে তীব্রোষ্ণতা

একটু মিলে না উষ্ণসান্ত্বনা–আমি দেখেও দেখি না

আমি কি পূর্ণ করতে পারি না তাদের একটু তপ্তবাসনা

সর্বহারা কুমারী মাতা আবর্জনায় ফেলে যায় বেজন্মা

আমি কি হতে পারি না শিশুটির অভিভাবক আপনজনা

দিতে কি পারি না কুমারী জননীরে হাতছানি-কোমলতা

আমি নেতা বলি না যত সুন্দর মহাকাব্যের কথা

আমার পররাজ্য ততই অগোছালো অসুন্দরে গাঁথা…

 

৩০ ফাল্গুন, ১৪১৮–

মানামা, আমিরাত।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top