Today 03 Nov 2025
Top today
Welcome to cholontika

“আলগা খোলস”

: | : ১৪/১১/২০১৩

শার্ট পরি জিন্স পরি আরও পরি সানগ্লাস।
তবে অন্তর মোর বৈরাগী সন্ন্যাস।
পিচঢালা পথ জোর কদম;হাঁটি ঝড়ের বেগে।
তবু পিছে পরে থাকি আদ্র আবেগে।
দুষিত ধোঁয়া ভারি বাতাস তাতেই নিই দম।
তবে অন্তরে ফুলেল সুবাসিত মম।
লাল-নীল বাতি আর লাল পানি তাতেই ধরে নেশা।
তবে অন্তরে মুই গামছা পরা পান্তা খেকো চাষা।
হাইড্রোলিক হর্ন আর কর্কশ চিৎকার টুটে তাতে নিদ্রা।
আজও শুনি আনমনে সুরেলা কোকিলের ভোরের বার্তা।
ইটপাথরের কঠিন দেয়াল তাতেই পাতি সংসার।
তবে চক্ষু বুজে এক পলকে যাই চলে নৌবিহার।
ব্যস্ততার ধূসর ধুলোতে ঢাকা পরে শিশু আত্মার বায়না।
এক খণ্ড উদাসী রুমালে সাফ করি আমার আসল আয়না।
স্বার্থের চাবুক;নিষ্ঠুর পিটুনি;মুখে কঠিন বাক্য বাণ।
কঠিন বাক্যের প্রতিধ্বনি তপ্ত করে আপন কান।
বাস্তবতার কষাঘাত;আলগা খোলস;পারি না হতে আমি যেমন।
কালো পর্দার আড়ালে নিয়ত আপনাকেই করি গোপন।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top