Today 03 Nov 2025
Top today
Welcome to cholontika

দুঃখ ।

: | : ১৪/১১/২০১৩

দুঃখ হলে কি মন চায়

চায় কি ঘরে চুপিসারে বসে থাকা

কাচুমাচু হয়ে

কখনও কখনও নিজের চুলগুলোও

বিরক্তির কারন হওয়া,

আলোতেও অসহ্যতা দেখা দেওয়া

অন্ধকারে নিমগ্ন সময় কাটানো

দুঃখবোধকে আরো বেশী করে জাগিয়ে দেয়া

তবুও বসে থাকা একাকি

অন্তিম সময় পর্যন্ত…..।

 

দুঃখ হলে কি মন চায়

ঘর থেকে বের হয়ে সবুজে হারিয়ে যাওয়া

রেল লাইনের পাশে বসে ঘাস তুলে

দুঃখ ভোলা,

অথবা অতীত করুন স্মৃতি মনে করে

ইচ্ছে করে আরো বেশী করে

ফুপিয়ে ফুপিয়ে কাঁদা….।

দুঃখ হলে কি মন চায়

চায় কি সব ছেড়ে দিয়ে ঘুপরি ঘরে

নিজের সংসার পাতার স্বপ্ন দেখা….।

অথবা আয়নার সামনে দাড়িয়েঁ

নিজের কান্নামাখা চেহারা দেখে

অজান্তেই হেসে ফেলা…

নাকি গোসল খানায়

চোখের পানি মনের পানি মিশিয়ে ফেলা

 

দুঃখ হলে কি মন চায়

বিরক্ত হয়ে এত্ত বিরানী খাওয়া

অথবা বালিশ মাথার উপর দিয়ে

একশ ঘন্টা ঘুমানোর নাম করে শুয়ে

আধা ঘন্টা পর উঠে পড়া,

সবই যেন বিরক্তির কারন হয়ে ওঠা…।

অবশেষে কোন সুখের চিন্তা করে

দুঃখ থেকে পালিয়ে বাঁচা ।

দুঃখ হলে কি মন চায়

যাই মন চাক, দুঃখকে আপন করেই

সামনে এগিয়ে যাওয়া

এটাই জীবনবোধের চরম সত্যতা ।

     (সাঈদ চৌধুরী)

রচনাকাল ১৩/১১/২০১৩ ইং (রাত ১১.৩০ মিনিট)

 

 

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top