Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

“কিছু কথা”

: | : ১৫/১১/২০১৩

কিছু কথা থেকে যায় মনের সীমানায়।
কিছু কথা হারিয়ে যায় কোনো অজানায়।
কিছু কথা ভর করে স্মৃতির পাখায়।
কিছু কথা অশ্রু হয়ে চোখের আঙ্গিনায়।

কিছু কথাতে মিষ্টি সুখের সিরা।
কিছু কথা বিস্বাদ নিমের গড়া।
কিছু কথায় ঝিম ধরা স্বর্গের আমেজ।
কিছু কথার ফল শান্তি খারেজ।

কিছু কথা যেন সুঁইয়ের খোঁচা।
কিছু কথা যেন পাপের সাজা।
কিছু কথা যেন তৃষ্ণার জল।
কিছু কথা কথাতে ঘোরে যুদ্ধের কল।

কিছু কথাতে ঝড়ের আভাস।
কিছু কথাতে সমঝোতার প্রয়াস।
কিছু কথা চতুরতার ফন্দি।
কিছু কথা অপরাগতায় বন্দী।

কিছু কথা সার্বজনীন।
কিছু কথা একক স্বার্থের অধীন।
কিছু কথা চিরন্তন-অবিনশ্বর।
কিছু কথা যেন খোদ ঈশ্বর।

কিছু কথা আপেক্ষিক।
কিছু কথা বিশ্বাসের অধিক।
কিছু কথা অর্থহীন।
আর কিছু কথার অর্থ সীমাহীন।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top