Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

তবু থামে না ক্রন্দন

: | : ১৫/১১/২০১৩

আনকোরা সাদা পাতায় স্বপ্নের জাল বুনে
সযতনে আঁকে যার ছবি, লিখে যার নাম
চন্দ্রের ব্যাপ্তি ঘটায় যার উষ্ণ বার্তা
রক্তমাংসের তাকে বুকে টানার পথে
দেওয়াল হয়ে দাঁড়ায় ভঙ্গুর দম্ভে ফুলে থাকা
রক্তমাংসেরই ধারক বাহক।

কলিজার ছিন্ন খন্ডের নয়নের জলে
মাতৃত্ব কাঁদে পিতৃত্ব কাঁদে
তবুও গলে না পাষাণ হৃদয়।

পেটের ক্ষুধা, আব্রু নিবারনের অজুহাত
নিয়তির দোহাই দন্ডায়মান হয় অতঃপর
খরায় ফেটে যাওয়া তপ্ত মাটির ন্যায়
বুভুক্ষা প্রাণের তৃষ্ণা জেগেই রয়।

উপত্যকায় বোমা ফাটিয়েও
যে কাঁপাতে জানে না পাহাড়
আনতে পারে না জোয়ার
নাচাতে পারে না স্পর্শকাতর দেহখানি
সেই অমসৃন সুতায় গাঁথা হয় ফুল
ফুল থেকে ফল হয়
শুকিয়ে যায়, ফুরিয়ে যায় নির্জাস
যবনিকা আসে জীবনের তবু থামে না গোপন ক্রন্দন।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top