Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

নীল সে উপল রেখা

: | : ১৫/১১/২০১৩

যে মাছি মারব বলে

সমস্ত বিষ একত্র করে ছিলাম

পীড়ার যন্ত্রণা ঘুণ পারিনি মুছে দিতে

মশার কবলিত প্রাণাহুতি যদি গুনে দেখো

সেই বিষাক্ততার খোঁজে বিষ দাঁত থাকা সহস্র অবয়ব

বিষাক্ত গোপন রন্ধ্র ছুঁয়ে মিশে ছিল রক্ত কণিকা !

 

জানি সে সংক্রামক দেহ–বিষহীন,তবু বিষধর

নেই সে কষ্টি পাথর—কিম্বা মন্ত্রের দৌরাত্ম্য

নীল সে উপল রেখার যন্ত্রণা,

রক্তের ধারা বহে যতদিন বেঁচে থাকি

এই মাছি,মশা,আমি ও তুমি।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top