Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

চুম্বন আকাঙ্খা ঠোঁট রাঙা

: | : ১৭/১১/২০১৩

 

বৃষ্টি মুখর গ্রীষ্মের সোনালী উষ্ণতা প্রাতে
শুয়ো পোকারা ও আহা রসের চুমুতে মাতে
কামিনী কাঞ্চন কেন যে গো লাল হয় লাজে
চুমুর অনুরাগে ঢেউ উঠে দেহের ভাজে
প্রতি অঙ্গ যদি শিক্ত হয় চুম্বনের রসে
আরক্ত মুখ শিক্ত ঠোঁট তবে হৃদয় হাসে
শিশিরের চুমু মুক্তো হয়ে জ্বলে উঠে ঘাসে
কলঙ্ক দাগ চন্দ্রে, সূর্যালোর চুমুতে ফাঁসে;

 

 
চুমুর রসায়নে রসের ঢেউ জাগে দেহে
উন্মুখ অন্তর্গত হৃদয় ঊষ্ণ চুমু চাহে
চুমুতে জরা হরে আয়ু বাড়ে হৃদয়ে ঢেউ
বেদম চুমাচুমি শেষে কামেতে তৃপ্ত কেউ;
চুমুর আকাঙ্খা ঠোঁট রাঙা সোহাগের ছলে
ঠোঁট দু’টো বাড়ায় সই আড়ালে আবডালে।

 

kissing birds

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top