ভালোবাসার দৃঢ়তা ।
আমি ঐ দিনটির কথা ভুলিনি
কেমন যেন এলোমেলো ছিলো সব
সন্ধ্যা রাতেও মধ্য রাতের আনাগোনা
নিস্তব্ধ তুমি আমি
ঘরে একাকী মনে হচ্ছে নিজেদের
হঠাৎই একসাথে বলে ওঠা
তুমি আমার জন্য উপযুক্ত নও…
খুব কষ্টের হলেও
এই কথাটা বলেই ফেললাম….।
ভাঙ্গছি, দুঃখে চিরে যাচ্ছে হৃদয়
তবুও আবার চুপচাপ
নিঃশব্দতা ঘিরে ধরেছে আমাদের
আজকের রাগটা কেমন যেন অন্যরকম
মিলছেনা কিছুই….
আজ থেকে বার বছর আগেও
যখন তোমার সাথে প্রথম পরিচয় ….
তখনও এভাবেই মিলে যেত দুজনের কথা
হেসে কুটি কুটি হতে তুমি
আমিও হতাম আশ্চর্য
আজও মিলে গেছে দুজনের কথা
কিন্তু আলাদা হওয়ার সুর …!
তুমি আমার উপযুক্ত নও
দুজনেই বলেছি দুজনকে
তবুও মনে প্রশ্ন………..?
তুমি বলতে পারলে আমাকে এ কথা !
হয়ত এখনও ভালোবাসা আছে বলেই
হ্যা, অব্যশই আছে….
নইলে কি শেষ কথাটাও মিলে যায়
সেই প্রথমের মত….!
আমি পারবোনা তোমাকে ছাড়া থাকতে
আবারও দুজনের একসাথে বলে ওঠা
তা শুধু দুজনে দুজনকে
ভালোবাসি বলেই ……!
আশ্চর্য সুন্দর ভালোবাসা
তোমাকে আমাকে বেঁধে রেখেছে
সংসারের বাঁধনে
চলমান থাকবে আজীবন
তোমাকে নিয়ে আমার এ পথচলা …।
আমাদের সমাজ উন্নত হওয়ার সাথে সাথে সভ্যতারও পরিবর্তন অনেক । সাথে সাথে পরিবারিক বন্ধনগুলোও তাদের পথচলার পরিবর্তন করছে । অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একক পরিবার বেশী গড়ে উঠছে । এখানে স্বামী স্ত্রী সন্তানের বসবাস । পথচলার অনেক সময়ই স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার কমতি সৃষ্টি হতে পারে । কিন্তু এই কম বোঝাবুঝি মানেই দুজন দুজনকে ছেড়ে যাওয়া নয় । প্রত্যেকটি মানুষের জীবনই অনেক সুন্দর স্মৃতির সমন্বয়ে গঠিত । আপনার ভালোবাসার মানুষকে নিয়েও আপনার সুন্দর স্মৃতি কম নয় । অল্পতেই যেন আমরা সিদ্ধান্ত নিয়ে না ফেলি যে তুমি আমার জন্য উপযুক্ত নও । সবসময় স্মৃতিগুলোকে মনে করে একসাথ থাকার চেষ্টা করুন । ভালোবাসার যত্ন করুন । তবেই পারিবারিক জীবন হবে সুন্দর, সামাজিক জীবন হবে দৃঢ় ।
আসুন যত্ন করি পরিবার,
দেশের মেধা হবে উর্বর ।
(সাঈদ চৌধুরী)
রচনাকাল ১৭/১১/২০১৩ ইং (সকাল ১১.৩০ মিনিট)