Top today
রমজানের ঈদ
ফিরে এলো মাহে রমজান
মুসলমানের ঘরে ,
সারাদিন উপোশ থেকে
ইফতার বিকাল পরে ।
সামনে নিয়ে বসে থাকা
আযান শোনার আশাতে ,
পিঁয়াজ কুঁচি ধনে পাতা
হবে ইফতারে মেশাতে ।
দিনের পরে আসলে রাত
ঈদের চাঁদ ওঠে ,
কারো ঘরে খাওয়া খুব
কারো না জোটে ।