Top today
আগুন জ্বালাই ও না
পাগলে শিরনী খেলে
হয় সারা গালে
শাসক হয় যদি বেজাত
রক্তে রাঙায় দু’হাত
ছলে বলে কৌশলে
ঠিকে থাকে ঝুলে
জনগণ ক্ষেপে গেলে
যেতে হবে শূলে;
আছে জেনো প্রতি আঘাতে ঘাত- প্রতিঘাত
অপমানে বিদায় লিখা যদি কপালে বরাত;
নিজ হাতে কুড়াল মেরে আপন পদে
আগুন জ্বালাই ও না বোকা সোনার মসনদে।
.