Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

আগুন জ্বালাই ও না

: | : ১৮/১১/২০১৩

পাগলে শিরনী খেলে
হয় সারা গালে
শাসক হয় যদি বেজাত
রক্তে রাঙায় দু’হাত
ছলে বলে কৌশলে
ঠিকে থাকে ঝুলে
জনগণ ক্ষেপে গেলে
যেতে হবে শূলে;

 

আছে জেনো প্রতি আঘাতে ঘাত- প্রতিঘাত
অপমানে বিদায় লিখা যদি কপালে বরাত;
নিজ হাতে কুড়াল মেরে আপন পদে
আগুন জ্বালাই ও না বোকা সোনার মসনদে।

.

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top