কেন মরে গেলাম
কেন মরে গেলাম ————–
বল মা, বল,
আমরা কেন মরে গেলাম ?
তোমাকে মুক্তঁ করতে, সৃষ্টির নিকৃষ্ট জীবদের কাছ থেকে,
নিমল বায়ু্ সেবনে, নিশ্চিন্তে ঘুমিয়ে যেতে তোমার বুকে,
বাধাহীন মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াতে দিগ্বিদিক ।
যেখানে থাকবেনা হায়ানের বেহায়া পনা, শকুনির লোলুপ দৃষ্টি,
গৃধিনীর অযাচিত বাঁধা , শৃগালের কুটিল নি্য়মের বেড়াজাল,
শুধু এ জন্যই,
মাগো, শুধু এ জন্যই
তোমার লাখো সন্তান ঘুমি্যে গেল তোমারই বুকে ।
আজও ফালানিরা কেঁদে উঠে ঘুমের ঘোরে,
হাযানদের দাঁত ভেংচিতে, পালি্যে বাঁচে গ্রাম থেকে গ্রামান্তরে
সংসার ভেঙ্গে যায় গোলাপীর , ছুরে দেওয়া এক নীতি বাক্য শৃগালের ।
মাগো,
তোমার বুকে সদর্পে ঘুরে বেড়ায় নিলজ্জ হায়ানেরা আজও ।
বল মা, এও কি হয়?
আর একবার , শুধু আর একবার, জাগিয়ে দাও মোদের,
শংকা মুক্ত করতে তোমার নি্র্মল বুক,
ফিড়িয়ে দিতে অধিকার ফালানিদের ।
নিঃশ্চিহ্ব করতে বেহায়া হায়ান, নিরলজ্জ গৃধিনী,
লোভী শকুনদের তোমার বুক থেকে ।।