Top today
মেঘের ভেলা
আষাঢ়ে আকাশ লুকায়
লুকায় বনের পাখি ,
নীল আকাশে মেঘের ভেলা
করে ডাকা ডাকি ।
আষাঢ়ে টাপুর টুপুর বৃষ্টি
অপরূপ এক সৃষ্টি
কিচির মিচির ডাকে পাখি
খুলে দুটি আখি ।
আষাঢ়ে আকাশ লুকায়
লুকায় বনের পাখি ,
নীল আকাশে মেঘের ভেলা
করে ডাকা ডাকি ।
আষাঢ়ে টাপুর টুপুর বৃষ্টি
অপরূপ এক সৃষ্টি
কিচির মিচির ডাকে পাখি
খুলে দুটি আখি ।