Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

“সম্পর্কের মাপকাঠি”

: | : ১৮/১১/২০১৩

প্রেমপ্রীতি;ভালবাসা হৃদয়ের বন্ধন,
গলায় গলায় ভাব কত বন্ধু সুজন।
কপর্দকশূন্য হলে বুঝিবে তখন-
কে তোমার পর কে তোমার আপন?
বসন্তের শাখায় শাখায় তরতাজা ফুল,
ঐ ফুলেই যত আকর্ষণের মূল।
বসন্তের শেষ আসে শুষ্কতা,
বুঝিবে তখন কাহার সনে ছিল সখ্যতা?
ভালবাসার মেকি প্রলেপ মুখে মাখা যার,
অভাবে ঘামের ধারায় সব খসে যায় তার।

নহে পিরিতি;নহে আত্মীয়তা,
অর্থের মাপকাঠি;সম্পর্কের যথার্থতা।
সম্পদের পাল্লায় মেপে করি কদমবুছি,
সম্পদের পাল্লা হালকা হলে নাহি তোমায় পুছি।
সুসময়ে সুগন্ধি লাগে তোমার গতরের গন্ধ,
তোমার দুঃসময়ে হাসিও লাগে মন্দ।

শিক্ষা-সততা নহে আর সম্মানের মাপকাঠি।

তোমার ধনদৌলতের গুণে তোমার পা চাটি।
এমন পাল্লাতেই এখন সম্পর্কের ভার,
বাকি সব ঠুনকো বাকি সব অসার।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top