Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

সময়

: | : ১৮/১১/২০১৩

 

সময়কে তুমি কি মনে করো, নিয়তি?
নাকি প্রকৃতির বুকে আছড়ে পড়া দিবা রাত্রি আকুতি
আমার কাছে কিছু কিছু সময় সমুদ্রের নোণা জলের মতো
যাকে পান করেছি বহুবার, অথচ তৃষ্ণা মেটেনি
আমার কাছে অল্প কিছু সময় কুয়ার জলের মতো সুপেয়
যা পান করার আগেই ফুরিয়ে গেছে!

যেদিন তোমায় একান্ত আপন করে পেতে চেয়ে ছিলাম
সেদিন তুমি বলেছিলে, এতটা উদগ্রীব হওয়ার কি আছে?
সময় তো আর বয়ে যাচ্ছে না।
আমি যখন বললাম, সময় কখনো স্থির থাকে ?
জবাবে তুমি বলেছিলে, সময় সর্বদাই স্থির
আবহমান কাল থেকেই দিনের পরে রাত
আর রাতের পরে দিন হয়ে আসছে,
কখনো দিনের পরে দিন বা রাতের পরে রাত হয় নি
মাঘের পরে ফাগুন-ই আসছে আদিকাল থেকে।

আজ তোমাকে ফের জানতে ইচ্ছে করে, সময় যদি স্থির হয়
তাহলে তার ঘূর্ণনের কষাঘাতে কেন বদলে যাচ্ছে সব কিছু
কেন বদলে গেলাম তুমি আর আমি?
সেদিনে সেই উদ্যাম যুবককে বৃদ্ধাখ্যায়িত করে
কেন কেউ ঠেলে দেয় সংহারে ?
পরিচিত অনেকেই কেন হারিয়ে গেল কালের গর্ভে?
শুধু একটি কথাই বলব, নদীর ওপার থেকে
এপারকে দেখা গেলেও, অনুভব করা যায় না।

সেদিনের সেই পড়ন্ত বিকেলে ইচ্ছে করলেই আমি
তোমার হাত ধরতে পারতাম, কিন্তু ইচ্ছের কাছে হার
মানতে হয় বলে ধরা হয় নি,তুমি তো ভালো করেই জানো
আমি কখনো হার মানতে শিখি নি।
নিয়তি ভেবে যাকে তুমি পরম স্নেহে করেছ আপন
তাকেই আমি ধিক্কার দিয়ে দূরে ঠেলে দিয়েছি শতবার!
আমাকে আজ তুমি স্বার্থপর বলতে পারো, তবে মনে রেখো
স্বার্থ হিসেবে ঘৃণা আর বঞ্চনা ব্যাতিত আমি আর কিছুই পাই নি।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top