সুখি হও সবটুকু সুখ নিয়ে……
প্রতিনিয়তই একই পথের যাত্রি হয়ে
ছুটে চলেছি পথ ধীর লয়ে
ক্লান্তিহীন দেহ; অবসাদে অন্তর ক্ষয়ে ক্ষয়ে;
কতটা সময় অনুসন্ধিৎসায় গেল বয়ে।
হেঁটে যাই তাবৎ বিসংবাদ সাথে নিয়ে
পদচিহ্ন রেখে যাই; জগত দেখি বিস্ময়ে
ভালবাসা তোমায় দিলাম ছুটি; দীর্ঘশ্বাস পড়ে চুয়ে চুয়ে,
খানাখন্দ পথে ভালবাসা খায় লুটোপুটি, স্পর্শ নেই মাটিতে নুয়ে ।
ধৈর্য্যের ওপারে কি সুখ আছে! আগাই অপরাধী পায়ে
নতুন প্রভাতের আশায় কাটাই রাত্রির পর রাত্রি, অনির্ণীত আশারা থাকে শুয়ে,
অনির্বেদ দিবাকর হট্টহাসি দিয়ে, দিনের আলো দেয় নিভিয়ে;
অথচ সুর্য দেখব বলে কাটিয়েছি এক একটি দিন, আলো বুকে রেখেছি জড়িয়ে।
আর কতটা পথ আগালে পাব মেওয়া? পথে পথে আছে কাঁটা ছড়ায়ে,
রক্তাক্ত পা তীক্ততা সাথী, অসীম শুন্যতা যেন আছে দাঁড়ায়ে;
সব সুখ নিয়ে যদি পার সুখি হও; স্বাধ যে জেগেছে অন্তিমে যেতে হারায়ে;
ধৈর্য্যের নেশা, মায়া হলো ছিন্ন; শুভ্র মেঘেরা ডাকছে দেখ হাত বাড়ায়ে!!