Today 01 Nov 2025
Top today
Welcome to cholontika

এইখানে বসবে এসো

: | : ১৯/১১/২০১৩

এইখানে বসবে এসো

এমনভাবে দাড়িয়ে থেকো না

পেঁচার মুখের মত করে এমনভাবে তাকিয়ে থাকার কি আছে?

ঠিক আমার পাশে বসো

হাতে হাত চোখে চোখ রাখতে হবে না

শরীরের সাথে লাগাতে হবে না শরীর,

খুব বেশি সময় বসতে হবে না

তাড়া থাকলে মিনিট দুয়েক বসেই চলে যেও

আর নইলে ইচ্ছে যতক্ষণ

অনন্তকাল বসে থাকতেও আমার প্রভলেম নেই।

খুব বেশি বিরক্ত হলে চলে যাও

ভালবাসার মানুষের চোখে বিরক্ত দেখতে খুব খারাপ লাগে,

যাও চলে যাও

আমি বরং একাই বসে থাকি।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top