Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

বান ব্যাধি

: | : ১৯/১১/২০১৩

কমে যাচ্ছে বানের পানি
সেতো ভালো কথা ,
রোগ ব্যাধি বাড়ছে রোজই
বাড়ছে গায়ের ব্যাথা ।

জল বদ্ধতায় জলের গন্ধ
মশার ভাল তাই ,
জল থাক সারা বছর
পুং পাং গান গাই ।

বেড়ে চলেছে ডায়রিয়া রোজ
গা – হচ্ছে পানি শূন্য ,
ওর স্যালাইন যার না জুট’ল
বানানো স্যালাইন তার জন্য ।

মানুষ বাঁচাও ধর্ম এটা
মানুষের তরে জীবন ,
নিজই শুধু বাঁচতে চেওনা
তোমার ও হবে মরণ ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top