Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

মানুষ তুই……..

: | : ১৯/১১/২০১৩

মানুষ তো তুই
ভালবাসিস না কেন!
বকুল শেফালী জুঁই,

নস তো দেবতা
তবে অপ্রিয় কেন?
গল্প গান কবিতা।

প্রাণ ভরে নিচ্ছিস শ্বাস
অপছন্দের তালিকায় কেন?
তরুলতা সবুজ গাছ।

নিজেকে নিয়ে কাটাস ছুটি
একান্তই নিজের লোকদের নিয়ে
একাকী খাস লুটোপুটি।

তুই বড্ড ঘুম কাতুরে,
ভালবাসিস না জোছনা ভরা রাত,
কেনোরে মনটা তৈরী তোর পাথরে?

সাগর না ভালবাসিস! একদিন যাবি চল যমুনায়,
উথাল পাথাল ঢেউয়ে দুলবে মন
ঢেউয়ে ঢেউয়ে মিলব দুজন ভালবাসার মোহনায়।

উচ্ছল মন নিয়ে দেখ্‌! আশারা কত কথা কয়,
গাছ গাছালী, পাখ পাখালির গানে
ছড়িয়ে আছে কতো বিষ্ময়!!!

https://lh6.googleusercontent.com/-CS41s_ImnMw/UiwY3eZ7AtI/AAAAAAAAWP8/ZGl-UyAnIBk/w506-h285/0912n1a-496.gif

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top