Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

ময়নার বিয়ে

: | : ১৯/১১/২০১৩

ময়না পাখি কয়না কথা

গয়না পড়েছে,   ময়নার বিয়ে

 

কাল-কি তবে ময়না পাখির

বিয়ে হয়েছে ?

সেই বিয়েতে ময়নার বাবা

দাওয়াত করেছে ।

 

শালিক, কুটুম, দোয়েল, শ্যামা

নাচতে লেগেছে ,

সন্রাসী বাজ ময়নার রুপে

পাগল হয়েছে ।

 

ময়না রাজি না হওয়াতে

হামলা করেছে,

বোমা বাজির শব্দ শুনে

পুলিশ এসেছে,

 

সন্রাসী সেই বাজ পাখিরে

খাঁচায় পুড়েছে । ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top