Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

সংসার সুখের হয়…………….

: | : ১৯/১১/২০১৩

 

 

 

সংসার সুখের হয় রমণীর গুণে…………….

অবাক হওয়ার নেই তো কিছু এই বাণী শুনে

বেকুব নয়, জ্ঞানী-গুণী এই কথা গেছেন বলে

বোকামির তরে নিজের কান নিজে নেন শতবার মলে,

ছোট থেকে পবিত্র এই বেদ-বাক্য শুনে শতবার

তবু কেন হলো ধারনা সবি মিছে তার ?

এ দুনিয়াই নারী হলো সৃষ্টির পুতুল

পুতুল করে ভুল আর পুরুষ ভাঙ্গে কূল

নারীদের মন চেনা তো খুবই সহজ

ডুব সাঁতারের চর্চা করেন সাগর তলে রোজ

কে বলে ভাই অঘটনের মূলে আছে তাবৎ নারী

সৌভাগ্য আহা – ঘরের বউ চক্‌চকে খোলা তরবারি

প্যাচাল ছেড়ে বউয়ের পিছে পিছে যান ভাই পূবে

বউয়ের বুদ্ধিতে বুঝে যাবেন কোনদিকে বেলা যায় ডুবে

বউ লক্ষীর মুখে মুখে গুণে যান এক-দুই-চার

তবে তো চুকে যা্য় সংসারে সব দেন-দরবার

পথে ঘাটে টান্কি মারলে ভাই পাবেন কোথা কাজ

কেমনে বউ করিবে সোহাগ- না দেখিয়ে মেজাজ

আপত্তি কেনরে ভাই “বউ ব্যংকে” জমা দিতে ডলার

কেমনে করিবে জামাই আদর, না ধরে কলার ?

অমন এক খানা বউ পেয়ে অপবাদ দেন কেন দাদা

নিজে তো গাধার গাধা, বউ কিন্তু সীতা-লক্ষী-রাঁধা।

 

 

.

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top