Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

আমি নাকি কিছুই পারি না…………

: | : ২০/১১/২০১৩

কে বলেছে !!!!
আমি কিছুই পারি না, জানি না….
এই যে আমি হাসতে জানি
হেসেও জল ঝরাতে জানি
গড়িয়ে পড়ল বুঝি দু’ফোটা পানি।
স্বপ্ন দিতে পারি দুচোখে তোমায়
এলোমেলো চুলে আলতো ছোঁয়ায়,
ঘুমের রাজ্যে নিয়ে আসতে পারি ঘুরায়।
জানি কিন্তু তোমায় নিয়েও লিখতে
নতুন নতুন শব্দের দোলনায় দুলতে
লেখার ট্রেনে দুজন মিলে ঘুরতে।
গাইতে পারি গুনগুনিয়ে ভরা জোছনায়
হারাতেও পারি তোমায় নিয়ে সুরের মুর্ছনায়
পথ হারিয়ে পাড়ি দিতে পারি অজানায়।
জানি আমি দুচোখে তোমার, আমার ছবি আঁকতে
সারাদিন তোমায় চোখে চোখে, জানি রাখতে
জোর করে পারি তোমায়, আমার কথা ভাবতে।
তোমাকে স্টীল করে ফটো করেও রাখতে পারি
মনেল দেয়ালে রাখতে পারি, তোমার ফটো সারি সারি
ইচ্ছে হলে ঘুরতেও জানি, তোমার মনের বাড়ি।
সময়মতো হতে জানি অগ্নিমূর্তি
মিস করি না আড্ডায়, জমজমাট ফূর্তি
মনের ঘরে আছে সবই, আগুন-পানি ভর্তি।
পারি না কিছুই, বলে দিও না অপবাদ
অন্তরে আমার ভালবাসা আছে যে নি:খাদ
হাসি-কান্না, সুখ-দুখ জয় করার বড় স্বাধ।
জানি জানি সবই জানি
জানার বাকি অনেক, তাও মানি
জানার নেই শেষ, গুরুজনদের বাণী।
পারি পারি সবই পারি
এবার আমি চললাম বাড়ি
পারা না পারার এখানেই দাড়ি।
…………………………………………

সবই কাল্পনিক
https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/922891_631055530255533_452167704_n.jpg
ইমেজ নেট সংগৃহীত……..

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top