Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

তাল আরখোকা

: | : ২০/১১/২০১৩

শ্রাবন মাসে সূর্য হাসে
মেঘের আড়াল হয়ে ,
মেঘ ভাসে- বৃষ্টি আসে
তবু-ও যায় রয়ে ।

তাল গাছে কাক নাছে
পাঁকতে দেখে তাল ,
বাবুই ডাকে পাতার ফাঁকে
বাজিয়ে তবলা-ঢাল ।

ছোট খোকা হয়ে বোকা
গাছের নিচে যায় ,
মায় দেখিয়া-খালায় দেখিয়া
দৌড়ে হায়-হায় ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top