Today 01 Nov 2025
Top today
Welcome to cholontika

নিজেই হতজ্ঞান

: | : ২০/১১/২০১৩

কেন তবে আগমন, কেন পুন প্রস্থান

নিজের কাছে প্রশ্ন–নিজেই হতজ্ঞান!

মাতৃভক্তি বুকে যার

মাতৃ-আসক্তি পিঠে তার

মধ্যে কিছু সময় আনন্দবেদনার।

 

খাই যে পাত্রে ছিদ্র করি সহস্র

যেস্থানে বাস নগণ্য তা অজস্র!

বিধিনাম জপ জপ

বিধানের অনিষ্ট সব

দেশকে লুঠ করি দেশভক্তি অভিনব।

 

মুখে স্বদেশানুরাগ–হৃদি বৈদেশিক

দশের কাছে পরিচয়, বড় দেশপ্রেমিক!

মাটি বিরাট আপনজন

দিতে পারি প্রাণবিসর্জন

দেশবিক্রি করি দেশপ্রেমের স্বীকৃতি অর্জন।

 

১১/১১/১১

চট্টগ্রাম।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top