Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

নীল জনতা

: | : ২১/১১/২০১৩

ইট পাথরের ছোট ঘর; এ সংসার ছন্ন জীবন

ক্লান্তি ছায়া রঙ্গীন মায়া ভাবনাতে ভাসে ভুবন

এরি মাঝে চলছে দেখো কত না জনতা রদন

সবুজ হলুদ জনতা ভাই আর নীল জনতাই বলো:

সবার মত্ত চেতনা আজ,কি হাওয়া বয়ছে এখন?

কেউ চায় হাইয়ান আবার কেউ চায় নবান্ন পাওয়া।

হাইয়ান হলে; অথৈই জলে ভাসাবে রঙ্গীন তরী;

নবান্ন হাওয়ায়, সোনালী শস্য কাটে আনি বাড়ি।

স্বপ্ন আশা শুধু ছুটছে; সবুজ নীল জনতা হাবছে

উপায় বা কোথায়, খরা অদৃশ্য দিনের মাঝে ভিন্ন

দিচ্ছে উত্তাপ; ঐ জনতা বলবে তাতে খল তাপ;

হাইয়ান দেখি না চাই শুধু নতুন নবান্ন উতসব।

সবুজ নীল জনতার পাঁজরটা ভাজে ভাজে উল্টে

এ আঁধার নিশিশেষে স্বর্ণালী প্রভাতে ভরুক ফুললে-

শ্লোগানে মুখরিত আনন্দে স্নিগ্ধ হাসি ফুটে ঠোঁটে।

 

লেখার তারিখঃ ১৯/১১/১৩

==============================

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top