Top today
ভেসে যায় দুই চোখ জলে
ভেসে যায় দুই চোখ জলে দেখ
তুমি আমি আজ সরে গেছি কত দূরে?
হাতে হাত রেখে হেটেছি এই পথে চলেছি অন্তহীন অনাবিল সুখে,
উড়িয়েছি ঘুড়ি ভাসা ভাসা সাদা মেঘে।
ধুরু ধুরু বুকে মাথা রেখে চোখে চোখ যেত দুইজনার আটকে
কত কথা,কত ভালবাসা সব হয়ে যেত চোখে চোখে।
কাটে না একটা দিন না দেখে দুইজনাকে
সেই তুমি আমি আজ কালের স্রোতে মিশে
দুইজনাই আজ বড় বেশি দূরে,
ভেসে যায় দুই চোখ জলে।