Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

চাঁপাবাজ

: | : ২২/১১/২০১৩

অমুক খালাতো ভাই আমার মন্ত্রী
মামাতো ভাই আমার জজ্ ,
এ-রে পুলিশ বেটা
তোর চাকুরীটাই চলে যাবে ,
আমার সাথে ভেবে চিন্তে কথা কছ ।

নেতা আমার বড় ভাই
কোটি কোটি আছে টাকা ,
বেশি বাড়লে থাকবি না  আর
এক গুলিতে হয়ে যাবি ফাঁকা ।

না হলে করব মিথ্যে মামলা
সারা জীবন থাকবি জেলে ,
জেল দাড়োয়ান আমার পাড়ার
আটকিয়ে রাখবে জীবন ভর
তোকে একবার পেলে ।

না খাইয়ে রাখবে তোকে
আমার জেল বাবুর্চি ফুফাতো ভাই ,
কি হবে তোর তবে উপায় ?
তোর যে বাঁচাবার আর কেউ নাই ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top