Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

বিদায়

: | : ২২/১১/২০১৩

বিদায়, বন্ধু; পৃথিবীর আলো শেষে
যে আবেশে সবে বিদায় জানায় তারে,
আজিকে আমি অন্ধকার ভালবেসে
বিদায় জানাই আলোর দেবী তোমারে।
দেবযানী তুমি, আমি আছে দীন বেশে;
ভিক্ষুক হয়েছি, তাই চলেছি আঁধারে।
কোনভাবে যদি হাত পেতে বসি এসে;
(আকণ্ঠ ক্ষুধার্ত আমি ভিক্ষা দাও মোরে।)

ভালবাসা যাযাবর, হৃদয়ের ঝড়
থামে না কখনো কালবৈশাখীর মত,
হৃদ-গুহার ছায়াঘরে হয় আহত;
তবু মনুষ্যজন্মে মৃত্যু করে ভর।
তাই বিদায় বন্ধু, চলেছি আঁধারে,
আলো আসিলেও পাবে না আর মোরে।

২০.০৭.১১-২২.১১.১৩, জাজিরা ও ঢাকা।

বিঃদ্রঃ বিদায় বন্ধুরা। এই বছরের জন্য বিদায়। আবার দেখা হবে আগামী বছর। আমি আবার ডুপ দিতে যাচ্ছি একাকিত্বে।

কবিতার প্রথম আট লাইন দুই বছরের বেশি সময় আগে লিখেছি। আজ লিখলাম শেষ ছয় লাইন। প্রথম আট লাইন লেখার পর অনেক দিন এটা নিয়ে বসেছি যদিও তা অনেক আগে কিন্তু শেষ করতে পারি নি। কি লিখব মাথায় আসে নি।

আজ লিখলাম। সুতরাং বিদায় বন্ধুরা, কবিরা। ভাল; থাকবেন সবাই। আবার দেখা হবে আগামী বছরের কোন এক দিন।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top