Top today
আগুন
আগুনরঙ বড় সুন্দর !
সে তাপিত উষ্ণতার আমেজ সান্ত্বনা
শীতের পৈঠায় বসে আলগোছ–
ছুঁয়ে থাকো যদি–সন্ধ্যা ঘন লালাভ ধুপের মত
জ্বলে ওঠা তোমার মুখ ! কখনো শরীর ভাপ ছোঁয়
জেনো সে আগুন আছে–হোক তা বড় গহন নির্জনতায়
যত মায়া লজ্জা ঘেরা গুপ্ত সে বিরহ ব্যথা–
জ্বালা তাপে সে ও তো অগ্নিদাব !