আছি ছায়ায়, মায়ায়……
কাউকে ঠকাই অথবা ঠকাই না
ঠকেছি হাজার বার;
সে ঠকেছে হয়তো আমার কাছে একবার
ঠকে বসে আছি হয়তো, ভাবছি!
ঠকলাম যার কাছে ভাবে নাই সে
অথবা ঠকেছে সে আমি গুনাক্ষরেও ভাবি নি।
নিয়মের ব্যতিক্রমও ঘটে জীবনে
কখনো কাউকে ঠকাতে চাইনি
অথবা ঠকাতে গিয়েও ফিরেছি শুণ্য হাতে,
হয়তো প্রয়োজনের অতিরিক্ত ঠকেছি।
মনে রাখি না; অথবা সয়ে গেছে,
প্রাপ্তিগুলি সব হয়ে যায় বালি
মুঠো করলেই ঝর ঝর ঝরে পড়ে
মুষ্ঠিবন্ধন যতই কঠিন করি; থিরথির পড়ে গড়িয়ে;
চেষ্টার ত্রুটি নেই তবুও হাত খুললে শুন্য।
শুন্যতেই সুখি আমি খুশি আমি,
বেঁচে আছি, অক্সিজেন নিচ্ছি,
চোখজুড়া স্থির রাখতে পারছি, আবার
মুদে দু নয়ন; দেখছি অথৈ সীমানা ছেড়ে
নায়াগ্রার জল কুয়াশার স্পর্শ পাচ্ছি
হিমেল আবেশে ঠান্ডা হচ্ছি,
ভিজছি, ভেজাচ্ছি মন ।
গভীর চিন্তায় মগ্ন হচ্ছি,
আবার উড়ে যাচ্ছে মুহুর্তেই চিন্তাগুলো;
লিখে যাচ্ছি অবিরত,
হাজার হাজার শব্দ কুট কুট করে টাইপ হচ্ছে, হয়ে যাচ্ছে,
ওরা আমাকে ঠকায় না, আমার সাথী হয়ে থাকে হামেশা,
আমার চোখ, মুখ, হাত পা কেউ আমাকে ঠকায় না;
আকাশ, বাতাস আর আমার নি:শ্বাস আমার….
অগাধ বিশ্বাস ওদের উপর।
আর কেউ যদি ভেবে থাক অকারণে
ঠকিয়েছি কাউকে, অথবা আমা হতে ঠকে গেছ
কোন ভনিতা নয়; অকপটে বলে দিয়ো,
ভেবে নিয়ো আছি আমি ছায়ায়, মায়ায়,
খুঁজে দেখো পাবে আমায়, পাশে অন্তিমের মুহুর্তেও।