Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

চিঠি

: | : ২৪/১১/২০১৩

পড়েছো আমার চিঠি খানি,
নাকি ফেলে দিয়েছো ছিঁড়ে?
নামটি আমার আছে তো মনে-
শত মানষের ভীরে?
আজ বহু বছর পরে
বড় জানতে ইচ্ছে করে
কেমন আছ, তোমার আপন সংসারে,
আজও জানতে ইচ্ছে করে,
আমায় কি তোমার একটুও মনে পড়ে?
সে দিন বলেছিলে মোরে-
তোমায় ভালোবাসি।
মুখে মায়ার ছোয়া কী মিষ্টি ছিল হাসি!
বাগান বিলাসি হাসনা হেনা বৃক্ষের শাখে শাখে
হরেক পাখি আপন মনে কুঞ্জ বনে ডাকে।
গগন পানে তাকাই আমি লালচে আভা খুঁজি
আশায় থাকি কখন যেন বলবে পিয়ন
তোমার চিঠি কত দিন গেছি খুঁজি।
আমার মনে দেবে দোলা বইবে উথাল ঢেউ,
সেই ঢেউয়েতে ভাসবো আমি বুঝবেনাকো কেউ।
রাত পোহালে হবে দেখা হাসবে মৃদু হাসি,
বলবে তুমি দুষ্টু! তোমায় বড্ড ভাল বাসি।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top