Top today
বিশ্বাস মানে বিধাতার আশ্বাস
গভীর অন্ধকার ভরা রাত কিংবা আলোকিত সকাল
কুয়াশায় ভেজা পথ কিংবা কাঠফাটা রোদেলা দুপুর
আলসেমিতে ভরা সোনালী বিকেল কিংবা সন্ধ্যাতাঁরার সাঁজে
প্রতিটি বেলা-র প্রতিটি ক্ষণে তোমায় খুঁজি নিঃশ্বাসের ভাঁজে
কে সেই তুমি বারে বারে জানতে চায় মন
তুমিই সেই “বিশ্বাস” নামের অসীম অবিরত বন।
তোমায় ঘিরে নিঃশ্বাসটাও আজও বেঁচে আছে
তোমার মাঝেই আজও কত আনন্দ অশ্রু রচে
বিবেক, পরান অসীম সাহসে আবার হাসতে শিখে
তোমার টানেতে ভাষাহত হয়ে কাব্য কবি লিখে
কোথা হতে তোমার বুকে এলো রঙ্গীন মলাটে মুড়ানো ছুরি
তোমার মাঝেতে দেখতে পেলাম ঘুঁন পোঁকাদের বুঁড়ি।
ওগো বিশ্বাস তোমার নিঃশ্বাসেও আজ নেই কোন বিশ্বাস
তুমিও আজ ললাটে পরানো ভাগ্য বিধাতার অধরা কিছু আশ্বাস।
আজ তোমার হাতের মায়ায় পরে ভেঙ্গেছে কত মন
তোমার চাহনীর ভাঁজে লুকিয়ে রেখেছ কত’না অজানা ক্ষণ।