Top today
“সর্প চুম্বন”
জায়েজ- নাজায়েজের প্রভেদ ভুলে
বেশ্যার ঘরে খুঁজো জৈবিক চাহিদা।
বিনা সংকোচে যার তার দরবারে
উপটৌকন পেশ কর আপন আকিদা।
শয়তানের দরবারে মানবকল্যাণ
কে করিবে এমন বিশ্বাস?
শয়তানের ফুঁ’তে মঙ্গল কামনা
কার কাছে মূল্য আছে এমন আশ্বাস?
গোয়ালা গাভী পুষে দুধের আশায়;
গোবর হয় কি কখনও মুখ্য?
ওলানবিহীন যে গরু
তার কাছে মিলিবে শুধু মূত্র।
দুগ্ধ পান যদি লক্ষ্য থাকে
বাছাই কর সে দুধেল গাভী।
প্রত্যেহ প্রভাতে মিটাবে সে
বিশুদ্ধ দুগ্ধ পানের দাবি।
যদি খুঁজো সুবাসিত সুগন্ধি
যেথায় মানব বিষ্ঠার ভাগাড়।
তাঁহার জন্য উপযুক্ত আবাস
বদ্ধ পাগলের খোঁয়াড়।
যতই করুক আন্তরিক আহ্বান
তবুও নয় বিশ্বাস সর্প চুম্বনে।
কে চাইবে এমন পিরীতির উষ্ণতা
অজগরের প্যাঁচানো বন্ধনে?