Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

স্বপ্ন ভোর

: | : ২৪/১১/২০১৩

ঘোড়া দেখে ঘোড়া কিনবে
ঘোড়ার খোঁজে ছুটছে ,
হাজার দোকানে জিজ্ঞেস করেও
ঘোড়া নাহি জুটছে ।

ঘোড়ায় উঠে ছোট-ছুটি
পায়ে হুল ফুঁটছে ,
ঘোড়া নাকি বানিয়ে দিবে
মাটি নাহি জুটছে ।

ঘোড়া পরে ঘোড়া আহত
তাই ছেলেটা কাঁদছে ,
পা ভাঙ্গল না ঘাড় ভাঙ্গল
নাকি কোথাও ফাঁটছে ।

বিঃদ্রঃ – কবিতাটি ভোরে দেখা স্বপ্ন থেকে লেখা ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top