Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

একুশ আমার…….

: | : ২৫/১১/২০১৩

ফেব্রুয়ারীর একুশ
মনে যোগায় শক্তি
মাতৃভাষা বাংলা আমার
মনে অটল ভক্তি ।

ভাই হারানোর শোকে
কান্না আছে বুক ফাটা
একুশের সকালে তাই
ফুল নিয়ে খালি পায়ে হাঁটা ।

একুশ আমার বুকের মাঝে
অশান্ত এক নদী
সাতার কাটি সেই নদীতে
তাইতো নিরবধি ।

নদীর দুকূল বেয়ে
নামে বর্ষা যেমন
বাধভাঙ্গা জোয়ারের মতই
বাংলা ভাষা তেমন ।

কোটি মানুষের মুখের কথা
একসুরে হয় গাঁথা
মাঠ জুড়ে সবুজ বরণ
যেন রঙীন নকশী কাঁথা ।

নকশী কাঁথার মাঠের উপর
বর্ণরা সব হাসে
ভাই হারানোর শোকে
অশ্রুতে বুক ভাসে ।

মধুর মত মায়ের ভাষা
ভাইদের রক্তে পাওয়া
সালাম সালাম হাজার সালাম
তাইতো এ গান গাওয়া ।

একুশ আমার মনের মাঝে
সুখের প্রদীপ আলো
বাংলায় করি চিৎকার
লাগে বড় ভাল ।

একুশ আমায় জোগায় শক্তি
দেশকে ভালবাসার
একুশ আমায় স্বপ্ন দেখায়
সুন্দর সুখের আশার ।

একুশ আমার সীন+মীম এর
মুখের অমলিন হাসি
তাদের মুখের মা ডাক
শুনার সুখ রাশি রাশি ।

একুশকে তাই জানাই
সালাম প্রাণ ভরে
মার্তৃভাষা বাংলা যেন
অক্ষয় থাকে অনন্তকাল ধরে ।

নেট কালেকটেড ইমেজ…….

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top