Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

তবুও একসাথেই চলতে হয় ।

: | : ২৫/১১/২০১৩

 

কত ধরনের মানুষ পৃথিবীতে

কেউ ভালো, কেউ খারাপ

কেউ করে চুরি,

আবার কেউ হাড় ভাঙ্গা পরিশ্রম

সবই জীবনের পরিভ্রম

এত ভিন্নতা সত্বেও

তবুও একসাথেই চলতে হয় ।

 

কত ধরনের মানুষ পৃথিবীতে

কেউ ভালো, কেউ খারাপ

কেউ খায় ঘুষ

আবার কেউ সততার কান্ডারী

কেউ খুন করে মানুষকে

কেউ জীবন বাঁচায় মানুষের

সবাই পাশাপশি

এত ভিন্নতা সত্বেও

তবুও একসাথেই চলতে হয়

 

কত ধরনের মানুষ পৃথিবীতে

কেউ ভালো, কেউ খারাপ

কেউ প্রেম করে

আবার কেউ প্রেম করায়

অথবা ভালোবাসার ভাঙ্গনে করে

নিজেকে উন্মক্ত

তবুও খারাপের আর ভালোতে

একসাথে চলা

ভিন্নতা থাকা সত্বেও

এরিয়ে যেতে না পারা

বারবারই দ্বন্দে হেরে গিরে

ভালোতে খারাপে একসাথে চলতেই হয়..!

 

কত ধরনের মানুষ পৃথিবীতে

কেউ ভালো, কেউ খারাপ

তবুও মানুষে মানুষে ‍ ভেদাভেদ

সব মানুষই একসাথে থাকতে হয়

এভাবেই সমাজের সৃষ্টি হয়

সব কিছু মিলিয়ে

ভাতৃত্বের বন্ধনে……….

একসাথেই চলতে হয় ।

 

কত ধরনের মানুষ পৃথিবীতে

কেউ ভালো, কেউ খারাপ

সব মিলিয়ে

তবুও এক সাথেই চলতে হয় ।

 

 

দিন যতই যাচ্ছে মানুষে মানুষে ততই ভেদাভেদ সৃষ্টি হচ্ছে । দনী-গরীব, ভালো খারাপ, দুর্নীবাজ-নীতিবান এরকম হাজারো শ্রেনী বিন্যাসে মানুষ আজ বিভেদের সৃষ্টিতে আবিষ্ট । কিন্তু কই আমরা কি একে অপরকে ছেড়ে যেতে পারছি ? সেই একসাথেই ঘোরাফেরা জীবন চালানো । তাই সবাই মিলে এই পৃথিবীটাকে সুন্দর করাই বড় কর্তব্য । আসুন খারাপের পথ পরিত্যাগ করে সবাই মিলে এই ধরনীকে সুন্দর করে তুলি ।

(সাঈদ চৌধুরী)

রচনাকাল ২৫/১১/২০১৩ ইং (সকাল ১১.৩০ মিনিট)

 

 

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top