“দেশপ্রেমের সংজ্ঞা!!”
বক্তৃতার মঞ্চে তুলি তর্কের ঝড়-তুফান।
উচ্চ চিৎকারে তুলি দেশপ্রেমের স্লোগান।
এমনি মুখের বুলিতে সর্বাগ্রে আমি আগুয়ান।
তিলসম ছাড়ে সেই আমি দিই পিছুটান।
এই আমার দেশপ্রেম এই তার নমুনা।
দেশপ্রেম আমার তরে বাক্যবাণের অর্চনা।
মুড়ি চিবোতে চিবোতে করি যুক্তি-বাহাস।
রসাতলে গেলো দেশ-এই বলে করি হাহুতাশ।
আরাম কেদারায় বসে করি দেশ উদ্ধার।
“দেশ চিন্তা” উপকরণ আমার অলস আড্ডার।
পত্রিকার পাতায় দুর্নীতির ফিরিস্তি দেখে ঝাড়ি মুখ ভরা খিস্তি।
অথচ নিজেই উৎকোচের পয়সায় করি আরাম আয়েশ আর মাস্তি।
অন্যের বেলায় হারাম আর নিজের বেলায় হালাল ষোলআনা।
এই আমার দেশপ্রেম এই তার নমুনা।
শহীদ মিনার-স্মৃতিসৌধে দিই বিশেষ দিবসে পদধূলি।
সারি সারি ফকির-মিসকিনের হাতে এক বাটি অন্ন দিই তুলি।
নতুন নতুন জামা’তে ঈদুল ফিতর আর বিশাল গরুতে করি কোরবান।
গোস্ত বিলাই অল্প কিছু তাতে বেশি হাড্ডি-চর্বির পরিমাণ।
এমন করেই নামাই দায়িত্বের বোঝাখানা।
বছরের বাকি সময় খুঁজি না ওদের ঠিকানা।
দেশপ্রেম আমার তরে গলায় পরা লোকদেখানো গহনা।
এই আমার দেশ প্রেম এই তার নমুনা।
তিন বেলা পেট পূজো আর নাক ডেকে সুখের নিদ্রা।
নিরাপদ দূরত্বে থেকে যত উপদেশ বিদ্যা।
দেশপ্রেম আমার তরে উপদেশের খাজানা।
এই আমার দেশ প্রেম এই তার নমুনা।
আমি নিশ্চুপ যতক্ষণ না লাগে আপন স্বার্থে ঘা।
ততক্ষণ এগোয় না আমার প্রতিবাদী পা।
দেখেও করি ইচ্ছাকৃত অন্ধত্বের ভান।
আপন গা বাঁচিয়ে করি আত্মপ্রেমের জয়গান।
দেশপ্রেম আমার তরে স্বার্থের তাবিজ এক খানা।
এই আমার দেশপ্রেম এই তার নমুনা।
এমনি আমার দেশপ্রেমের সংজ্ঞা।
দেশপ্রেম কেবল আমার আপন স্বার্থে রাঙ্গা।